Cvoice24.com

গুইমারায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ১৪ মে ২০২২
গুইমারায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ছবি: শিশু শিক্ষার্থী মেহেরিন আক্তার বৈশাখী

খাগড়াছড়ির গুইমারায় হাত ধুতে গিয়ে পানিতে ডুবে মেহেরিন আক্তার বৈশাখী (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ মে) দুপুরে  উপজেলার জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা শেষে স্কুলের পাশের খালে হাত ধুতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার  (১৪ মে) দুপুরে  উপজেলার জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা শেষে স্কুলের পাশের খালে হাত ধুতে গিয়ে পানিতে পড়ে যায় ওই শিশু। পরে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বৈশাখীকে খাল থেকে তুলে গুইমারা বিজিবি হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরিন আক্তার বৈশাখী হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জামাল উদ্দিনের একমাত্র মেয়ে । মেয়েকে হারিয়ে পুরো পরিবারসহ স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়