Cvoice24.com

৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ৯ মে ২০২২
৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা- চট্টগ্রাম ও নোয়াখালী সড়কে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টা ১০মিনিটের দিকে এ চার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (৯ মে) দুপুর ১২টার দিকে ঢাকা- চট্টগ্রাম ও নোয়াখালী সড়কে রেল চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে ভোররাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী কন্টেইনার ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে।

এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস, লাকসাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস এবং শশীদল স্টেশনে তুর্ণা নিশিথা এক্সপ্রেস আটকা পড়ে।

সর্বশেষ

পাঠকপ্রিয়