Cvoice24.com

চান্দগাঁওয়ে ধরা পড়লো যাবজ্জীবনের আসামি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩
চান্দগাঁওয়ে ধরা পড়লো যাবজ্জীবনের আসামি

চট্টগ্রামে মো. শাহাবুদ্দিন (৫৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার নগরীর চান্দগাঁও থানার একতারা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

তিনি বলেন, ২০১৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন শাহাবুদ্দিন। তার অনুপস্থিতিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

শাহাবুদ্দিন দীর্ঘ ৮ বছর ধরে দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। বলে জানান তাপস কর্মকার।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়