ডেঙ্গু প্রতিরোধে উত্তর জেলা যুবলীগের মশারি-লিফলেট বিতরণ
সিভয়েস ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনার জন্য মশারি ও লিফলেট বিতরণ করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ। শনিবার বিকেলে ফৌজদারহাটে উত্তর জেলা যুবলীগের পক্ষে সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও অন্যান্য নেতৃবৃন্দরা এসব মশারি বিতরণ করেন। এসময় তিনি ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে নানা পরামর্শ দেন।
উত্তর জেলা যুবলীগের এ কার্যক্রমে অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি লায়ন মিজানুর রহমান, অ্যাডভোকেট দীপক দত্ত, মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন, সংগঠনিক সম্পাদক এম. এ খালেদ চৌধুরী , আইন সম্পাদক বিমল চন্দ্র নাথ, ত্রাণ দুর্যোগ সম্পাদক শাহেদ সরোয়ার, সাংস্কৃতিক সম্পাদক মো ওসমান চৌধুরী, ফটিকছড়ি উপজেলা যুবলীগ সদস্য মো শাহীন টিটু, কুমিরা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী সহ অন্যান্যরা।