Cvoice24.com

দক্ষিণ জেলা আওয়ামী লীগের তালিকায় নতুন ২৫ নাম 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ৬ সেপ্টেম্বর ২০২৩
দক্ষিণ জেলা আওয়ামী লীগের তালিকায় নতুন ২৫ নাম 

প্রায় ১০ বছর পর নতুন কমিটি পেয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের। এবারের পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সাবেক ছাত্রনেতা, অঙ্গসংগঠনের সিনিয়র নেতা, তৃণমূলের প্রায় ২৫ জনের মতো নতুন নাম উঠেছে। পুরনো কমিটির কয়েকজনের ঠাঁই হয়েছে উপদেষ্টা পরিষদে। সেখানে প্রবীণ নেতাদের সঙ্গে যোগ হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক।

৩৯ জনের মূল কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি আ.ন.ম টিপু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা চন্দনাইশের বরকল ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাতকানিয়া পুরানগড়ের ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, যুব ও ক্রীড়া সম্পাদক পদে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. ফারুক, উপ-দপ্তর সম্পাদক পদে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দীনকে আনা হয়েছে।

এছাড়া সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, ইঞ্জিনিয়ার আবছার উদ্দিন চৌধুরীর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আসিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ড. জমির উদ্দীন সিকদার, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক লোহাগাড়ার মো. শহীদুল কবির সেলিম, ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ সরওয়ার আলম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক গোলাম সরওয়ার মুরাদ স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম মিনহাজুর রহমান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু ছালেহ চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. সালাউদ্দিন সাকিব, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নঈমুল হক পারভেজ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য রূপ কুমার নন্দী খোকন, চট্টগ্রাম মেডিকেল কলেজে সাবেক উপাধ্যক্ষ ডা. নাছির উদ্দীন মাহমুদ। এছাড়া উপদেষ্টা পরিষদেও বেশ কয়েকজন নতুন মুখ যুক্ত হয়েছে।
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়