Cvoice24.com

নগরের ৯ সরকারি স্কুলে হচ্ছে নতুন ভবন

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৩
নগরের ৯ সরকারি স্কুলে হচ্ছে নতুন ভবন

মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত ১ম সংশোধন) একনেক সভায় অনুমোদন হয়েছে। এই প্রকল্পের অধীনে চট্টগ্রাম নগরের ৯টি সরকারি স্কুলে হবে নতুন ভবন। এরমধ্যে খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দশতলা ভবন। 

আর বাকি সাত স্কুলে ৬ তলা ভবন নির্মিত হবে। সেগুলো হলো— চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, দশতলা ভবনে দুটি লিফট, দুটি সিঁড়ি, প্রতিটি ভবনে টানা বারান্দা, ছেলে ও মেয়েদের জন্য পৃথক টয়লেট, সুপেয় পানি সরবরাহ, মেয়েদের জন্য পৃথক কমন রুম, শিক্ষকদের জন্য একটি কক্ষ, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, লাইব্রেরি, ইন্টারনেটসহ স্মার্ট ক্লাস রুম থাকবে। সংশোধিত ডিপিপিতে ২০২৬ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে।
  

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়