Cvoice24.com

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিসিউতে আফজাল হোসেন

প্রকাশিত: ১১:৫০, ৫ সেপ্টেম্বর ২০২৩
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিসিউতে আফজাল হোসেন

নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার।
তিনি বললেন, 'আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।' 

জানা গেছে, বেশ ক'দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন। কিন্তু হঠাৎ করেই এ সমস্যা বাড়তে থাকে।

নির্মাতা শিহাব শাহীন গণমাধ্যমকে বলেন, ''আজ (৫ সেপ্টেম্বর) থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই কল করে বললেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।''

তিনি আরও বলেন, 'আফজাল ভাই অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করা হয়েছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।'

প্রসঙ্গত, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। তারপর আজ মঙ্গলবার থেকে আবারও ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।
 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়