সৌদির দাম্মামে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিভয়েস ডেস্ক
সৌদি আরবের দাম্মামে ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগ দাম্মাম সৌদি আরবের উদ্যোগে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি হাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসান খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি হাজী শফিক, ইন্জিনিয়ার তাজুল ইসলাম, মো. নাছের, মো. মাহাবুবুর রহমান,আবু বক্কর সিদ্দিক, লোকমান হাকিম, নজরুল ইসলাম, ইকবাল হোসেন,রিংকু ও দুলাল মোড়ল প্রমুখ।
সভায় আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার সুকৌশল কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে জয়যুক্ত করার জন্য আহবান জানান।
এছাড়াও উপস্থিত সকল নেতৃবৃন্দের সম্মতিতে বাংলাদেশের সিলেট অঞ্চলে বন্যার্তদের সাহায্যের জন্য ত্রাণ তহবিল গঠন করা হয়। অচিরেই ত্রাণ-সাহায্য বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।