বহদ্দারহাটে ওয়াসার পাইপ ফেটে ‘জলোচ্ছ্বাস’
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট হাজী চাঁন মিয়া সড়কে ওয়াসার পাইপ লাইন ফেটে ভেসে গেছে সড়ক। রবিবার (২১ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে পাইপটি ফেটে হঠাৎ ৭ ফুট উচ্চতায় পানি উঠে যায়। পরে ধীরে ধীরে তা কমতে থাকে। তবে ততক্ষণে আশপাশের সড়ক ভেসে যায়।
হাজী চাঁন মিয়া এলাকার বাসিন্দা নাহিদুল ইসলাম সিভয়েসকে বলেন, বিকেলে একটি শব্দ হলে দেখা যায় রাস্তার পানির পাইপ ফেটে যায়। সেসময় প্রায় ৭ ফুট উচ্চতায় পানি উঠতে শুরু করে। পরে সন্ধ্যা ৬টায় ওয়াসার লোক এসে পাইপের ফাটা অংশ দেখে যায়।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম সিভয়েসকে বলেন, পাইপ ফেটে যাওয়ার ঘটনার খবর আসলে ভাল্ভ বন্ধ করতে লোক পাঠানো হয়। পরে রাতে যানবাহন কমলে পাইপের মেরামত কাজ শুরু হবে।