Cvoice24.com

চট্টগ্রাম ও কমার্স কলেজে নতুন উপাধ্যক্ষ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ১০ মে ২০২২
চট্টগ্রাম ও কমার্স কলেজে নতুন উপাধ্যক্ষ

অধ্যাপক সুব্রত বিকাশ বড়ুয়া ও অধ্যাপক মো. আলাউদ্দিন আল আজাদ। (ডান থেকে)

চট্টগ্রাম কলেজ ও সরকারি কমার্স কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে অধ্যাপক সুব্রত বিকাশ বড়ুয়া। এর আগে তিনি ওই কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন। 

অন্যদিকে, সরকারি কর্মাস কলেজের উপাধ্যক্ষ করা হয়েছে অধ্যাপক মো. আলাউদ্দিন আল আজাদ। তিনিও এর আগে হাজী মুহাম্মদ মহসিন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন।   

মঙ্গলবার (১০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ ২- শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই দুই কর্মকর্তাকে ১৬ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়