Cvoice24.com

সেন্ট মার্টিনের পথে ‘ইঞ্জিনে আগুন’, যাত্রীদের নিয়ে ফিরল ‘বে ওয়ান ক্রুজ’

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২২
সেন্ট মার্টিনের পথে ‘ইঞ্জিনে আগুন’, যাত্রীদের নিয়ে ফিরল ‘বে ওয়ান ক্রুজ’

যাত্রীদের নিয়ে ফিরল ‘বে ওয়ান ক্রুজ’। ছবিঃ সিভয়েস

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ও আগুন লাগায় সেন্টমার্টিনে না গিয়ে সাড়ে ১৩ ঘণ্টা পর চট্টগ্রামে ফিরে এসেছে প্রমোদতরী ‘বে ওয়ান ক্রুজ’। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিচালিত জাহাজটিকে বন্দরের টাগবোট ‘কাণ্ডারি-১০’ এর সহযোগিতায় শুক্রবার দুপুর দেড়টার দিকে পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে ভেড়ানো হয়। তারপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত ১১টার পর এই ঘাট থেকেই আটশ’র বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গিয়েছিল ‘বে ওয়ান ক্রুজ’। রাত ১২টার দিকে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন লাগে এবং সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়