Cvoice24.com

চবিতে ২য় দিনেও চলছে পদবঞ্চিতদের অবরোধ, বন্ধ শাটল-শিক্ষক বাস

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৩, ২ আগস্ট ২০২২
চবিতে ২য় দিনেও চলছে পদবঞ্চিতদের অবরোধ, বন্ধ শাটল-শিক্ষক বাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে দ্বিতীয় দিনের অবরোধ চলছে। এসময় প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাস ছেড়ে যায়নি৷ বন্ধ রয়েছে শাটল ট্রেন চলাচল।

শাখা ছাত্রলীগের পদবঞ্চিত ‘বিজয়’ উপ-পক্ষের নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘কমিটি পুনর্গঠন করে আমাদের মূল্যায়ন করা না হলে অবরোধ চালিয়ে যাব৷ ইয়াবা ব্যবসায়ী ইলিয়াস কেন্দ্রীয় কিছু নেতাকে কাজে লাগিয়ে কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়েছে। সেখানে যুক্ত করেছে জামাত-ছাত্রদলের কর্মী, বহিষ্কৃত ও বিতর্কিতদের। তার কারণে আজ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অবিলম্বে ছাত্রলীগ কমিটি পুনর্গঠন ও ছাত্রলীগের নামে অপকর্মকারী ইলিয়াসকে বহিষ্কার করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহনের দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসক এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ছাত্রলীগের অবরোধের কারণে আজও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাস ক্যাম্পাস থেকে বের হতে পারেনি৷’

প্রসঙ্গত, ছয় বছর পর গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণা হলেও ভোর হতেই বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় পদবঞ্চিতরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়