Cvoice24.com

চবিতে ছাত্রী হেনস্তায় বহিস্কার হয়েও পরীক্ষায় বসলেন দুই ছাত্রলীগ কর্মী 

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৫, ৩ আগস্ট ২০২২
চবিতে ছাত্রী হেনস্তায় বহিস্কার হয়েও পরীক্ষায় বসলেন দুই ছাত্রলীগ কর্মী 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্রীকে হেনস্তার অভিযোগে বহিষ্কার হয়েও চূড়ান্ত পরীক্ষার অংশ নিয়েছেন দুই ছাত্রলীগ কর্মী। এরা হচ্ছেন দর্শন বিভগের মো. ইমন আহম্মেদ ও রাকিব হাসান রাজু। দুইজনই ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারি। 

নিয়ম অনুযায়ী, বহিস্কারের মেয়াদকালে ক্লাস ও পরীক্ষায় নিষেধাজ্ঞাসহ বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলে অবস্থান করতে পারবে না। কিন্তু বহিষ্কারের পরও আজ বুধবার তাদের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে।

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর রাতে ওই দুই ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে ছাত্রলীগের চার কর্মীর বিরুদ্ধে। ঘটনার ১০ মাস পরে গত ২৫ জুলাই চার কর্মীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ইমন ও রাজু অন্যতম।

এ বিষয়ে জানতে চাইলে দর্শন বিভাগের সভাপতি মো. আব্দুল মান্নান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো লিখিত নোটিশ পাইনি। তাই ওদের পরীক্ষার অনুমতি দিয়েছি। আমাদের বিভাগেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘ওরা পরীক্ষায় বসেছেন, আমরা শুনেছি। এই পরীক্ষা বাতিল হয়ে যাবে।’

বহিষ্কারের চিঠি কেন সংশ্লিষ্ঠ বিভাগে হয়নি- সে বিষয়ে রেজিস্ট্রার বলেন, ‘সিদ্ধান্তটা রেজ্যুলেশন আকারে এখনও আসেনি। এটা না আসলে চিঠি দেয়া যায় না। এটা অফিসিয়াল প্রসিডিউর। প্রসিডিউরটা মেনে চিঠি যাবে। এখন আমরা টেলিফোন করে বলে দিয়েছি। এখন পরীক্ষা দিলেও সেটি ক্যান্সেল হয়ে যাবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়