Cvoice24.com

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত কমে ২১৬

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ৭ আগস্ট ২০২২
করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত কমে ২১৬

ছবি-সংগৃহীত

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০২ জন। এদিকে দেশে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৬ জন। এছাড়া নমুনা পরীক্ষার বিপরীতে দেশে এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ৪৬ শতাংশ। 

রবিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২১৬ জনসহ দেশে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জনে দাঁড়িয়েছে।

এতে বলা হয়, বুধবার করোনায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ১০ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে চার হাজার ২২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ২৩৩টি নমুনা। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

এদিকে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭২০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ২৭ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়