Cvoice24.com

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত কমে ২১৪

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ১১ আগস্ট ২০২২
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত কমে ২১৪

করোনার নমুনা সংগ্রহ। ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ১ জন পুরুষ এবং তিনি সিলেটে অবস্থান করছিলেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১০ জন।

এদিকে দেশে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৪ জন। এছাড়া নমুনা পরীক্ষার শনাক্তের  হার ৪ দশমিক ৪৫ শতাংশ। 
বৃহস্পতিবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২১৪ জনসহ দেশে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ২০ লাখ ৮ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮১৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮০৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৪ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১০ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৬ শতাংশ।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়