Cvoice24.com

‘পুলিশবাহিনী বাদ দিয়ে রাজপথে নেমে দেখেন, কে কতটুকু খেলতে পারে’

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২২
‘পুলিশবাহিনী বাদ দিয়ে রাজপথে নেমে দেখেন, কে কতটুকু খেলতে পারে’

রাঙামাটিতে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ খুন, গুম ও জেলাখানায় শহরে পরিণত হয়েছে। পুলিশবাহিনী বাদ দিয়ে আসুন, দেখেন রাজপথে কে কতটুকু খেলতে পারে। হামলা-মামলা বিএনপির আন্দোলনকে থামিয়ে দিতে পারবে না। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের ‘সন্ত্রাসী হামলা’র প্রতিবাদে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে ব্ক্তারা এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, নগর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক। কর্মসূচির সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

এসময় বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নেতারা দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করছে। লুটপাট করে পার পাওয়া যাবে না। রাঙামাটিতেও লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য চলছে। নিয়োগের ক্ষেত্রেও আওয়ামী লীগ নিজেদের লোকদের চাকরি দিয়ে স্বজনপ্রীতি করছে।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি পৌরসভা এলাকা ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

সর্বশেষ

পাঠকপ্রিয়