Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

অলংকার থেকে কর্নেলহাট: শতাধিক দোকান উচ্ছেদ করলো চসিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ২৭ সেপ্টেম্বর ২০২২
অলংকার থেকে কর্নেলহাট: শতাধিক দোকান উচ্ছেদ করলো চসিক

নগরের অলংকার মোড় থেকে কর্নেলহাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রোডের ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওই সকল মালামালগুলোও জব্দ করা হয়। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অভিযান চালান চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ, দোকানের অংশ বর্ধিত করা ও রাস্তায় মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। তাদেরকে ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও পাহাড়তলী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়