Cvoice24.com

রামগড়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পেল শতাধিক শিক্ষার্থী 

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫২, ৯ নভেম্বর ২০২২
রামগড়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পেল শতাধিক শিক্ষার্থী 

রামগড়ে অতিথিবৃন্দের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করছেন একজন শিক্ষার্থী

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ১০৯ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকার অনুদান বিতরণ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এসব মেধাবী, গরিব, অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এই অনুদান প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা (ভারপ্রাপ্ত ) কৃষি কর্মকর্তা রাশেদ চৌধুরী, রামগড় ফায়ার সার্ভিস ইস্টেশন কর্মকর্তা ইফতেখার আলম, ভারতীয় পরিবেশবাদী রোহান আগারওয়াল প্রমুখ।

উপজেলা শহর সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় রামগড় সরকারি ডিগ্রি কলেজের ৯৯ জন ও রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার ১০ জন মেধাবী, গরিব ও অসহায় শিক্ষার্থীর মাঝে জনপ্রতি সাড়ে ৩ হাজার টাকা হারে মোট ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়