Cvoice24.com

রামগড়ে নারী কেলেঙ্কারিতে পদ হারালেন ওলামা ঐক্য পরিষদ নেতা 

প্রকাশিত: ১৯:১৭, ১১ নভেম্বর ২০২২
রামগড়ে নারী কেলেঙ্কারিতে পদ হারালেন ওলামা ঐক্য পরিষদ নেতা 

যুবলীগের মহাসমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার মৌখিকভাবে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওলানা সাইফুল ইসলামকে শরীয়ত বিরোধী, শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ০৭/১১/২০২২ খ্রিস্টাব্দ খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার নেতৃবৃন্দ (মৌখিকভাবে নিয়োগপ্রাপ্ত) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের বিরুদ্ধে শরীয়ত বিরোধী ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা সহ একাধিক অভিযোগ উত্থাপন করে অনাস্তা প্রকাশ করেন।

এমতাবস্থায় খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের গঠনতন্ত্রের ৯ এর ৩ উপধারার (খ) অনুচ্ছেদ মোতাবেক মাওলানা সাইফুল ইসলামকে তার পদ হতে সাময়িকভাবে বহিস্কার করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম বলেন, ‘মাওলানা সাইফুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রাথমিক সত্যতা ও প্রমাণ পাওয়ায় তাকে ওই পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়। পরবর্তীতে জেলা ও উপজেলা কমিটির যৌথ আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে স্থায়ী সিদ্ধান্ত নেয়া হবে’।

সর্বশেষ

পাঠকপ্রিয়