Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

আগ্রাবাদে চসিকের হানা, ১৪ ভবন মালিক গুনল জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭, ২৩ নভেম্বর ২০২২
আগ্রাবাদে চসিকের হানা, ১৪ ভবন মালিক গুনল জরিমানা

সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা ও অনুমতি ছাড়া স্ল্যাব স্থাপন করে নালার উপর পণ্য রাখায়  ব্যবসায়িক স্থাপনাগুলো উচ্ছেদ করেছে চসিক।

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের সিজিএস বিল্ডিং, লাকি প্লাজা ও টাইগারপাস এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করায় ১৪ টি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় নগরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের সিজিএস বিল্ডিং, লাকি প্লাজা ও টাইগারপাস এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা ও অনুমতি ছাড়া স্ল্যাব স্থাপন করে নালার উপর পণ্য রাখায়  ব্যবসায়িক স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

অপরদিকে, আরেক অভিযানে লালদীঘি মোড় থেকে আন্দরকিল্লা মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা এবং নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১৩ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।  

অভিযানের সময় র‌্যাব, পুলিশ ও চসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়