Cvoice24.com

সৈকত বাহাদুরের পর চলে গেল ‘প্রবীণ’ রঙমালাও

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ৩০ নভেম্বর ২০২২
সৈকত বাহাদুরের পর চলে গেল ‘প্রবীণ’ রঙমালাও

ডুলাহাজার সাফারি পার্ক

ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি হাতির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রঙমালা নামের সবচেয়ে বেশি বয়সী হাতি রঙমালার মৃত্যু হয়। এর আগে ২৮ নভেম্বর বিকেল সাড়ে চারটায় ৩২ বছর বয়সী ‘সৈকত বাহাদুর’ এর মৃত্যু হয় স্ট্রোকে।

জানা গেছে, চাঁদা তোলানোর সময় হাতিটি জব্দ করে সাফারি পার্কে হস্তান্তর করা হাতিটির নাম রাখা হয় রঙমালা। তখন থেকেই হাতিটি অসুস্থ। আট মাস ধরে রঙমালাকে পার্কের বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিয়মিত ড্রেসিং করানো হচ্ছিল।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, রঙমালা নামের হাতিটির দুই কানে ক্ষতের সৃষ্টি হয়েছিল। আট মাস ধরে ওই জায়গায় ড্রেসিং করা হচ্ছিল। একপর্যায়ে আজ বুধবার হাতিটি মারা যায়। গত ২৪ ফেব্রুয়ারি হাতিটির উন্নত চিকিৎসার জন্য পাঁচ সদস্যের ভেটেরিনারি চিকিৎসক দল গঠন করা হয়। এই চিকিৎসকেরা গত ২৮ ফেব্রুয়ারি হাতিটির অস্ত্রোপচার করেন। ১ এপ্রিল আবারও হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং ভালোভাবে ড্রেসিং করানোর নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়