Cvoice24.com

কালুরঘাট সেতু স্বপ্ন নয় বাস্তব, নামকরণ হবে শেখ কামালের নামে— পলোগ্রাউন্ডে মোছলেম উদ্দীন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ৪ ডিসেম্বর ২০২২
কালুরঘাট সেতু স্বপ্ন নয় বাস্তব, নামকরণ হবে শেখ কামালের নামে— পলোগ্রাউন্ডে মোছলেম উদ্দীন

কালুরঘাট সেতু নিয়ে বোয়ালখালী বাসীকে যে কষ্ট পোহাতে হয়; তা সকলেরই জানা। তবে কালুরঘাট সেতু নিয়ে মানুষের যে স্বপ্ন ছিল তা এবার বাস্তবে পরিণত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। এসময় তিনি আরও বলেন, ‘কালুরঘাটের নতুন সেতুর নাম ‘বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল’র নামে নাম করণ করা হবে।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা জানেন আজ প্রধানমন্ত্রী আসবেন। তাঁর বক্তব্য আপনারা শুনতে এসেছেন। আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাই। চট্টগ্রামে তিনি যা করেছেন; আমরা তাঁর ঋণ শোধ করতে পারবো না।...এতো গরমের মধ্যেও আপনারা উপস্থিত হয়েছেন। বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ায় একটি, সেটির জন্য চট্টগ্রামকে শেখ হাসিনা বেছে নিয়েছে। চট্টগ্রামের মানুষ জাহাজের সঙ্গে সম্পর্ক, বন্দরের সঙ্গে সম্পর্ক।...বাংলাদেশে ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে চার লাইনে রাস্তা হয়েছে; এটি ছয় লাইনের হবে। কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ হচ্ছে।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, কালুরঘাট সেতু আজকে আর স্বপ্ন নয়; এটি এখন বাস্তব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কিছুদিন আগে তিনি কালুরঘাটের নতুন ব্রিজের ডিজাইন অনুমোদন করেছেন। তিনি ৭ হাজার কোটি টাকার প্রকল্প প্রাথমিক অনুমোদন দিয়েছেন। আশা করছি, আগামী ফেব্রুয়ারির দিকে একনেকে হয়ে গেলে সেটি আলোর মুখ দেখবে। ২০২৩ সালে মাননীয় প্রধানমন্ত্রীকে এনে এ কালুরঘাটের নতুন সেতু উদ্বোধন করবো।’ 

কালুরঘাটের নতুন সেতুর নাম করণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রামের মন্ত্রী-এমপিরা মিলে এ কালুরঘাটের নতুন সেতুর নাম ‘বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল’র নামে নাম করণ করার জন্য আমরা সবাই আবেদন করেছি।

রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘কালুরঘাট সেতুর জন্য রেলমন্ত্রী অনেক কষ্ট করেছেন। এতদিন পর প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। তাই কালুরঘাট সেতু এখন আর স্বপ্ন নয়; এটি এখন বাস্তব।’

যদিও মোছলেম উদ্দিনের পর জনসভায় বক্তব্য দিতে এসে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন কালুরঘাট সেতু নিয়ে কোনো ধরনের বক্তব্য রাখেননি।

এদিকে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১২ অক্টোবর বিএনপির ডাকা বিভাগীয় মহাসমাবেশে দলের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গদি ছাড়ার হুমকি দিয়ে ডেটলাইন দেয় যে, ‘প্রধানমন্ত্রীকে ১০ ডিসেম্বর ক্ষমতা থেকে তাড়িয়ে দিবেন’— সেই কথার প্রেক্ষিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, ‘চট্টগ্রামের জনগণ জানে, আন্দোলন-সংগ্রাম কাকে বলে! আমাদের মধ্যে একটু স্বস্তি এসেছে। যারা আমাদের ১০ তারিখ তাড়িয়ে দিবে বলেছিল, তাদের বলতে চাই— আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কী কী এ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে বেশি কেউ জানে না। আমরা দেখিয়ে দিব।’

সর্বশেষ

পাঠকপ্রিয়