Cvoice24.com

ইভিএম কেনায় নির্বাচন কমিশনকে সরকারের আপাতত না

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ২৩ জানুয়ারি ২০২৩
ইভিএম কেনায় নির্বাচন কমিশনকে সরকারের আপাতত না

ইভিএম। প্রতীকি ছবি

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোট নিতে আট হাজার কোটি টাকার প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে ১৫০ আসনে ইভিএমে ভোট হচ্ছে না।

সোমবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা সাংবদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, ‘আমরা পরিকল্পনা কমিশন থেকে সিদ্বন্ত পেয়েছি। এ মুহূর্তে প্রকল্পটি তারা প্রক্রিয়াজাতকরণ করছে না। বাতিল হচ্ছে না, তবে এ মুহূর্তে হচ্ছে না।’

প্রকল্পটি স্থগিতের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ইভিএম প্রকল্পটির বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ২ লাখ ইভিএম ক্রয় ও ব্যবস্থাপনার জন্য গত বছরের অক্টোবরে এই প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। গত ১৯ অক্টোবর প্রায় দুই লাখ ইভিএম কেনা ও রক্ষণাবেক্ষণসহ আনুষঙ্গিক ব্যয়ের প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠায় ইসি। এক দফা ফেরত আসার পর প্রয়োজনীয় আরও তথ্যসহ আবারও কমিশনে পাঠানো হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়