Cvoice24.com

রাঙামাটি-বান্দরবান পেল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ৩ এপ্রিল ২০২১
রাঙামাটি-বান্দরবান পেল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

প্রতীকী ছবি

নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধ বিচারে রাঙামাটি ও বান্দরবানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। একইসাথে দেশের আরও ৪টি জেলায় গঠিত হয়েছে এ ট্রাইব্যুনাল। 

 ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এ দেয়া ক্ষমতাবলে গত ৩১ মার্চ ট্রাইব্যুনালগুলো গঠন করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করেছে।

অন্যান্য জেলাগুলো হলো—চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, ঝালকাঠি ও পঞ্চগড়। 

এই ৬ জেলায় নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত কোনো মামলা অন্য কোনো আদালতে বিচারাধীন থাকলে, ওই মামলা এই প্রজ্ঞাপন জারির ৩০ কার্যদিবসের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে।

স্থানান্তরিত কোনো মামলা যে পর্যায় থেকে স্থানান্তরিত হবে সেই পর্যায় থেকে ওই মামলার বিচারকার্য পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়