Cvoice24.com

বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনে হেফাজতের দুই কর্মী গ্রেপ্তার 

বান্দরবান প্রতিনিধি, সিভয়েস

প্রকাশিত: ১৩:৩৩, ২০ এপ্রিল ২০২১
বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইনে হেফাজতের দুই কর্মী গ্রেপ্তার 

ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বান্দরবানে হেফাজতে ইসলামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের পর তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও চাকঢালা এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হলেও তা আজ মঙ্গলবার (২০ এপ্রিল) জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন— বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে হাফেজ এইচএম হামিদুর রহমান (২৭) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা এলাকার মৃত মকবুল আহমদের ছেলে অলি আহমদ (২৬)। 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল। আটকের পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়