Cvoice24.com

বান্দরবানে এবিসি ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ১১ মে ২০২১
বান্দরবানে এবিসি ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা

কয়লার বদলে পাহাড়ি কাঠ পোড়ানোর অপরাধে বান্দরবানে পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এবিসি ব্রিকস নামে একটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১১ মে) বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান বলেন, ‘ইট প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী কোন ইটভাটা জ্বালানি কাঠ ব্যবহার করতে পারবে না। অথচ ইটভাটাটি  পোড়ানোর জন্য বনজঙ্গল থেকে ১৩ হাজার ২০০ ঘনফুট কাঠ মজুদ করে। কাঠগুলো জব্দ করে ওই ইটভাটা মালিককে আড়াই লাখ জরিমানা করা হযেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়