Cvoice24.com

লামায় পাহাড়িদের মাঝে পায়েল ফাউন্ডেশনের সুরক্ষা সামগ্রী

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ৭ জুন ২০২১
লামায় পাহাড়িদের মাঝে পায়েল ফাউন্ডেশনের সুরক্ষা সামগ্রী

লামায় পাহাড়ি এলাকাবাসী এবং খেলোয়াড়দের মাঝে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে পায়েল ফাউন্ডেশন।

সোমবার (৭ জুন) লামার ৩২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের বঙ্গবন্ধু চত্বরে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে সার্জিক্যাল মাস্ক, পিপিই, করোনা প্রতিরোধক মেডিসিন, করোনা জীবাণু প্রতিরোধক সানগ্লাস ইত্যাদি।

করোনা মোকাবেলায় শহীদ কর্নেল আনোয়ারুল আজিমের পরিবার সদস্যদের সংগঠন পায়েল ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৩২ আনসার ব্যাটালিয়নের নিকট করোনা প্রতিরোধক সামগ্রী হস্থান্তর করেন পায়েল ফাউন্ডেশনের কর্নধার তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক ফাহাদ চৌধুরী দিপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন ৩২ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন পিভিএম। 

এছাড়া উপস্থিত ছিলেন ফাহাদ চৌধুরী দিপু, সহকারী পরিচালক এসএম বেলাল, সার্কেল অ্যাডজুটেন্ট সেলিম রেজা, স্থানীয় সামাজিক সংগঠক ও ক্রীড়া সংগঠকবৃন্দ।

সর্বশেষ

পাঠকপ্রিয়