Cvoice24.com

দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় কোয়ান্টামের বিরুদ্ধে মামলা

লোহাগাড়া প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪৩, ৯ জুন ২০২১
দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় কোয়ান্টামের বিরুদ্ধে মামলা

খেলতে বেরিয়ে পানি নিস্কাশনের পাইপে আটকে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। বুধবার (৯ জুন) নিহত স্কুল ছাত্র শ্রেয় মোস্তাফিজের চাচা মো.জাকির মোস্তাফিজ বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় তিনি কোয়ান্টাম ফাউন্ডেশন, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং স্কুলের আবাসিকের তত্ত্বাবধায়কদের আসামি করেছেন।

এতে স্কুলের শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলা ও দায়িত্ব গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।

নিহত শ্রেয় মোস্তাফিজের চাচা জানান, সোমবার (৭ জুন) সকাল ১১টার দিকে ঘটনা ঘটলেও কোয়ান্টাম স্কুল অ্যান্ড কলেজের কর্মকর্তা মো. ইমতিয়াজ তাকে মোবাইল ফোনে জানান বিকেল ৩টার দিকে জানানো হয়।

লামা থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহার পেয়ে বুধবার দুপুরের পর ৩০৪এর ‘ক’ ধারায় মামলাটি রেকর্ড হয়েছে। 

প্রসঙ্গত, সোমবার (৭ জুন) স্কুল মাঠে খেলতে বেরিয়ে টানা বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে স্কুলের পার্শ্ববর্তী পানি নিষ্কাশনের পাইপের ভেতর আটকা পরে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়