Cvoice24.com
corona-awareness

বান্দরবানে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, ৬ জনের মৃত্যু

সিভেয়স ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ১৪ জুন ২০২১
বান্দরবানে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই হঠাৎ করে বান্দরবানে আলীকদমে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। উপজেলার করুকপাতা ইউনিয়নের ইয়ংচা ও মাংলুম দুটি পাড়ায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বলছেন, প্রচণ্ড গরম ও দূষিত পানি ব্যবহারের কারণে দুর্গম পাড়াগুলোতে মৌসুমি ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে। ঘটনাস্থলে স্বাস্থ্য বিভাগের দুটি মেডিকের টিম গেছে। সেনাবাহিনীর সদস্যরাও হেলিকপ্টারে আরও মেডিকেল টিম পাঠানোর চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত ইয়ংচাপাড়া এবং মাংলুমপাড়া দুটিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট এবং প্রচণ্ড গরমে দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম দুটিতে ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শিশু, কিশোর বয়স্ক শতাধিক নারী পুরুষ।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়