Cvoice24.com

বান্দরবানে পাহাড় কাটায় ২৮ ইটভাটাকে কোটি টাকা জরিমানা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২২:১৫, ৩১ আগস্ট ২০২১
বান্দরবানে পাহাড় কাটায় ২৮ ইটভাটাকে কোটি টাকা জরিমানা

বান্দরবানে পাহাড় কাটা, অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে ২৮টি ইটভাটাকে ১ কোটি সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানগুলো হলো— বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিডিএম ব্রিকফিল্ডকে ৫ লাখ টাকা, এএমআর ব্রিকফিল্ডকে ৪ লাখ টাকা, এমএইচবি ব্রিকফিল্ডকে ৪ লাখ ৬০ হাজার টাকা, এমবিএম ব্রিকফিল্ডকে ৪ লাখ ৪০ হাজার টাকা, ওয়াইএসবি ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা, ইউএমবি ব্রিকফিল্ডকে ৫ লাখ ১০ হাজার টাকা, বিবিএম ব্রিকফিল্ডকে ৩ লাখ ২০ হাজার টাকা, ফোরবিএম ব্রিকফিল্ডকে ১ লাখ ৮০ হাজার টাকা, এসবিডব্লিউ ব্রিকফিল্ডকে ৫ লাখ টাকা, এমএমবি ব্রিকফিল্ডকে ৪ লাখ টাকা, এফএসি ব্রিকফিল্ডকে ৫ লাখ টাকা, ৫-বিএম ব্রিকফিল্ডকে ৪ লাখ ৮০ হাজার টাকা, এবিসি ব্রিক-২ ব্রিকফিল্ডকে ৩ লাখ টাকা, ৩-বিএম ব্রিকফিল্ডকে ৪ লাখ ৭০ হাজার টাকা, ইবিএম ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা, এসএবি ব্রিকফিল্ডকে ৩ লাখ ৬০ হাজার টাকা, এনআরবি ব্রিকফিল্ডকে ২ লাখ টাকা, কেবিসি ব্রিকফিল্ডকে সাড়ে ৪ লাখ টাকা, এসকেবি ব্রিকফিল্ডকে ৩ লাখ ৩০ হাজার টাকা, ইউবিএম ব্রিকফিল্ডকে ৪ লাখ ৭০ হাজার টাকা, এবিসি-৩ ব্রিকফিল্ডকে সাড়ে ৫ লাখ টাকা, এসবিএম ব্রিকফিল্ডকে ২ লাখ ৮০ হাজার টাকা, এএমবি ব্রিকফিল্ডকে ৩ লাখ বিশ হাজার টাকা, এমবিআই ব্রিকফিল্ডকে ৫ লাখ ১০ হাজার টাকা, এইচবিএম ব্রিকফিল্ডকে ৪ লাখ ২০ হাজার টাকা, টিএইচবি ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা, বিবিসি ব্রিকফিল্ডকে ৭ লাখ টাকা ও এবিএম ব্রিকফিল্ডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শ্রীরুপ মজুমদার বলেন, ‘বান্দরবানে অবৈধ ইটভাটা পরিচালনার বিরুদ্ধে জিরো ট্রলারেন্স চলছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই জিরো ট্রলারেন্স চলমান থাকবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়