Cvoice24.com

বান্দরবানে বালুবাহী ট্রাক খাদে পড়ে প্রাণ গেল একজনের 

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ১১ সেপ্টেম্বর ২০২১
বান্দরবানে বালুবাহী ট্রাক খাদে পড়ে প্রাণ গেল একজনের 

বান্দরবান সদরে কুহালং ইউনিয়নের জর্দান পাড়া এলাকায় বালুবাহী ট্রাক খাদে পড়ে বীর বাহাদুর ত্রিপুরা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সদর ২ নম্বর কুহালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জর্দান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর বাহাদুর ত্রিপুরা (৪০) ৬ নম্বর ওয়ার্ডের জর্দান পাড়া এলাকার বীরক্ষণ জয় ত্রিপুরার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি বালু নিয়ে বালাঘাটা থেকে জর্দান পাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে বামে চাকা সড়কের গর্তে পড়ে যায়। পরে গাড়ি উঠাতে চেষ্টা করলে নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

২ নম্বর সদর কুহালং ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসিং মং জানান, বীর বাহাদুর ত্রিপুরা নিজ গ্রামে যাচ্ছিল। বাড়ি ফেরার পথে ট্রাকের সাহায্য নেন। পরে দুর্ঘটনা ঘটলে ট্রাকে নিচে চাপা পরে নিহত হয়। 

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইসমাইল হোসেন জানান, ঘটনাটি ঘটেছে বিকালে। ট্রাকটির নিচে চাপা পড়া ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো করা হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালে কর্মকত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগে দুর্ঘটস্থলে তার মৃত্যু হয়েছে। তবে পর্যবেক্ষণ শেষে লাশটি পরিবার নিকট হস্তান্তর করা হবে।

বান্দরবান সদর থানার সহকারি পুলিশ পরিদর্শক এসআই গোবিন্দ জানান, এ ঘটনায় মামলা করলে সেটি তদন্তনুসারে এ বিষয়ে জানা যাবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়