Cvoice24.com

বান্দরবানে জনসংহতি সমিতির নেতাকে গুলি করে হত্যা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ১৩ ডিসেম্বর ২০২১
বান্দরবানে জনসংহতি সমিতির নেতাকে গুলি করে হত্যা

লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ

বান্দরবান সদর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে পুশেথোয়াই মারমা (৪৭) নামে জনসংহতি সমিতির এক নেতা নিহত হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের আমতলি পাড়ার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানা ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পুশেথোয়াই (৪৭) কুহালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিমিডলু পাড়ার বাসন্দিা অংসাচিং মারমা ছেলে।

তিনি সন্তু লারমা নেতৃত্বধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সদস্য ও সদর থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সভাপতিও ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৮টার দিকে একদল যুবক চিমিডলু পাড়ায় এসে পুশেথোয়াইকে দুই কিলোমিটার দূরে একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে মারধর করে। পরে সেখান থেকে গুলির শব্দ পাওয়া যায়। সকালে আমতলি পাড়া এলাকায় মূল সড়কের পাশে উঁচু জায়গায় একটি বাগান থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় পুশেথোয়াইয়ের লাশ পাওয়া যায়।

বান্দরবান সদর থানা ওসি রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়