Cvoice24.com

বান্দরবানে কোটি টাকার আফিমসহ তিনজনকে ধরলো র‌্যাব

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ২০ এপ্রিল ২০২২
বান্দরবানে কোটি টাকার আফিমসহ তিনজনকে ধরলো র‌্যাব

গ্রেপ্তার তিন আসামি।

বান্দরবানের দুর্গম এলাকা থানচিতে অভিযান চালিয়ে কোটি টাকার আফিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে থানচি বাজারের সেগুন ঝিরি গেষ্ট হাউস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলো— রুমতুই ম্রো (৩০), মেনরাই ম্রো (২৫) ও রিংওয়াই ম্রো (২২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কোটি টাকা মূল্যের ১ কেজি আফিম উদ্ধার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে বান্দরবান পাবর্ত্য জেলার থানচি বাজার এলাকায় প্রকাশ্যে আফিম ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানায় মামলা দায়ের করা হয়েছে।

-সিভয়েস/টিএম

সর্বশেষ

পাঠকপ্রিয়