Cvoice24.com

বান্দরবানে তিন বছরের শিশুকে বলাৎকারের দায়ে যুবকের কারাদণ্ড

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২২
বান্দরবানে তিন বছরের শিশুকে বলাৎকারের দায়ে যুবকের কারাদণ্ড

বান্দরবানের আলীকদমে তিন বছরের এক শিশুকে বলাৎকারের দায়ে শরিফুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

জানা গেছে, তিন বছর আগে ২০১৯ সালের ৩ আগস্ট ভুক্তভোগী শিশুকে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে বলাৎকার করে আসামি শরিফুল ইসলাম। এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে স্বজনরা গেলে শরিফুল পালিয়ে যায়। পরে স্থানীয়রা শরিফুলকে ধরে পুলিশে সোপর্দ করে। শিশুটির বাবা বাদী হয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ আসামি শরিফুল ইসলামতে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

অ্যাডভোকেট বাসিং থুয়াই মারমা জানান,  মামলার দীর্ঘ শুনানি শেষে সোমবার সকালে আদালত এ রায় ঘোষণা করেছেন। আদালত ১১ জনের সাক্ষ্য শেষে বলৎকারের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামি শরিফুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার ১ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি শরিফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়