চার দিনেও চালু হয়নি বান্দরাবনের ক্যাচিং ঘাটা বিদ্যুৎ কেন্দ্র
সিভয়েস প্রতিবেদক

চার দিনেও চালু হয়নি বান্দরাবনের ক্যাচিং ঘাটা বিদ্যুৎ কেন্দ্র
পাহাড়ি ঢলে বিপর্যস্ত পর্যটন শহর বান্দরবান। ডুবেছিল বাড়িঘর, দোকানপাট, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি, বিকল ছিল বৈদ্যুতিক সরঞ্জাম সবকিছু কাটিয়ে পার্বত্য এ শহরের পাঁচটি উপকেন্দ্র চালু করা গেলেও এখন পর্যন্ত ক্যাচিং ঘাটা এলাকার বিদ্যুৎ কেন্দ্র চালু করা যায়নি। তবে আগামীকালের মধ্যে এটি চালু করা যাবে বলে জানিয়েছেন বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন।
তিনি সিভয়েসকে বলেন, ৮ তারিখ থেকে বান্দরবান এলাকা প্রায় বিদ্যুৎ বিছিন্ন হয়ে যায়। পরে ৯ তারিখ থেকে পানি কিছুটা নামতে শুরু করলে ৩২ কেবি লাইন চালু করা হয়। এরপর ৯ তারিখ বন্ধ থাকা ৬টি কেন্দ্র চালু করা গেলেও ৪ দিন ধরে বন্ধ আছে ক্যাচিং ঘাটা বিদ্যুৎ উপকেন্দ্র।
ক্যাচিং ঘাটা এলাকা নদীর পাশে থাকায় পানির পরিমাণ অন্যান্য এলাকা থেকে বেশি ছিল। তাছাড়া পাহাড়ি ঢলের কারণে মাটিতে ভরে গেছে সম্পূর্ণ এলাকা। আজ গভীর রাত পর্যন্ত কাজ চলবে। আশা রাখছি কালকের মধ্যে এই উপকেন্দ্র চালু হয়ে যাবে— জানান এই কর্মকর্তা।