বান্দরবানে ঘুরতে গিয়ে লাশ হল পর্যটক, বাড়িতে দাফন না করার অনুরোধে চিরকুট
সিভয়েস ডেস্ক
বান্দরবানে ঘুরতে গিয়ে মো. মারুফ হোসাইন নামের এক পর্যটক ‘আত্মহত্যা’ করেছেন। রোববার (২৭ আগস্ট) আনুমানিক সকাল ৯টার দিকে বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্রের একটি ভিউপয়েন্ট থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত মারুফ হোসাইনের বাড়ি গাজীপুরে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মারুফের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মারা যাওয়ার আগে মারুফ বিষপান করেছিলেন।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক পুনচন্দ্র মুৎসুদ্দী বলেন, তাঁর আত্মহত্যার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত্যুর আগে তিনি তাঁর অবস্থানরত কক্ষে একটি চিঠি লিখে রেখে যান, যাতে লেখা ছিল 'আমার মৃত্যুর পর লাশটি বাড়িতে না পাঠিয়ে এখানেই যেন দাফন করা হয়।'
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়াধীন আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।