৬ দিন পর রুমা-থানছি সড়কে বাস চলাচল শুরু
বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪
টানা ছয় দিন বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে বান্দরবানের রুমা-থানচি সড়কে যান চলাচল। সোমবার (৩ জুন) সকাল থেকে রুমা ও থানচির উদ্দেশ্যে যাত্রী নিয়ে বাস চলাচল করতে শুরু করেছে।
এর আগে, গত ২৮ মে ওই সড়কের লাইমি পাড়ার পাশে একটি বেইলি বিজ্রের নিচে মাটি সরে গেলে বিজ্রটি দেবে যায়। ফলে ওইদিন দুপুর থেকে জেলা সদরের সাথে রুমা ও থানছি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীসহ পর্যটকরা। এছাড়াও কৃষিপণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাতে হয় কৃষক ও ব্যাবসায়ীদের।
সংস্কার শেষে বর্তমানে ব্রিজটি যান চলাচলের উপযোগী হওয়ায় আজ থেকে চালু হয় ওই সড়কে গণপরিবহনসহ সকল ধরনের যান চলাচল।
থানচি বাস মালিক সমিতির লাইনম্যান সাহাব উদ্দীন জানান, ব্রিজের এক পাশ দেবে যাওয়ায় যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিলো ব্রিজটি। রবিবার ( ২ জুন) সন্ধ্যায় সংস্কারের কাজ শেষ হওয়ায় আজ সকাল থেকে জেলা সদর থেকে দুই উপজেলায় যাত্রীবাহী বাস চলাচল করছে।