নাইক্ষ্যংছড়িতে ২০০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবক ধরা
বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা থেকে ২ হাজার পিচ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই রোহিঙ্গা যুবক হলেন— কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গ্যা ক্যাম্প ব্লক বি-৫২ এর বাসিন্দা মোস্তাক আহমেদের ছেলে জাহেদ হোসেন (৪৫) ও একই ক্যাম্পের বাসিন্দা ইয়াছিনের ছেলে সিরাজ উদ্দিন (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১২ টার দিকে ঘুমধুমের টিভি টাওয়ার এলাকায় অভিযান চালায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এসময় সন্দেহজনক দুই যুবককে আটক করে তাদের শরীরে তল্লাশি চালালে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান। তিনি বলেন, ২ হাজার পিচ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।