বান্দরবানে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুই শিক্ষক কারাগারে
বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪
বান্দরবানে এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় প্রধান শিক্ষকসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) বান্দরবান জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এ এস এম এমরান এ আদেশ দেন
ওই দুই শিক্ষক হলেন, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম (৪৮) ও সহকারী শিক্ষক বাবলুর রহমান ওরফে জোবাইর (৩৩)।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘রুম পরিস্কারের জন্য ডেকে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন। এরপর বিভিন্ন সময় তাকে আবারো নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে রুমে যাওয়ার জন্য বলেন। পরে ঘটনা জানাজানির ভয়ে গত ৮ জুন ছাড়পত্র দিয়ে ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেন অভিযুক্ত প্রধান শিক্ষক। স্কুল থেকে কেন বের করে দেয়ার কারণ জানতে চাইলে সে তার বাবা-মাকে বিষয়টি খুলে বলে। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা-মা থানায় গিয়ে একটি মামলা করেন।’
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বলেন, ‘এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।’