Cvoice24.com

ঝোপে আটকে ছিল নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ 

বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪

প্রকাশিত: ২০:৫৭, ৮ জুলাই ২০২৪
ঝোপে আটকে ছিল নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ 

বান্দরবানের থানচিতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশু শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (৮ জুলাই) বিকেলে বলিপাড়া ইউনিয়নের শিলাঝিরি মুখ এলাকার নদীর ঝোপঝাড় থেকে শান্তি রানী ত্রিপুরা (৯) নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. জসিম উদ্দিন। 

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা বলেন, নিখোঁজের এক সপ্তাহ পর একজনের মরদেহ পাওয়া গেছে। সোমবার সকালে বলীপাড়ার শিলাঝিরিমুখ এলাকার নদীর ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৫০ কিলোমিটার দুরে নদীর ধারে ঝোপঝাড়ে আটকানো অবস্থায় ছিলো শিশুটির মরদেহ। থানায় এসে স্বজনরা মরদেহটি তিন্দুতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শান্তি রানী ত্রিপুরার বলে শনাক্ত করে।

এদিকে এখনো নিখোঁজ রয়েছে ফুলবাণী ত্রিপুরা(১০) নামে আরো এক শিশু। 

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জসিম উদ্দিন বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত  ১ জুলাই সকালে উপজেলার  তিন্দু ইউনিয়নের পদ্মঝিরিমুখ এলাকা থেকে নৌকাযোগে থানচি সদরে স্কুলে যাওয়ার পথে নদীর প্রবল স্রোতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা অন্যরা সাঁতার কেটে তীরে পৌঁছালেও প্রাথমিক স্কুল পড়ুয়া শান্তি রানি ত্রিপুরা (১০) ও ফুলবাণী ত্রিপুরা (৯) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়

সর্বশেষ

পাঠকপ্রিয়

: