Cvoice24.com

খালে ভেসে নিখোঁজ ছাত্র উদ্ধার হয়নি এখনো
বৃষ্টি-পাহাড়ি ঢলে ঘুমধুম-তুমব্রু প্লাবিত

বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪

প্রকাশিত: ১২:৫৩, ১ আগস্ট ২০২৪
বৃষ্টি-পাহাড়ি ঢলে ঘুমধুম-তুমব্রু প্লাবিত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বাজারসহ ৫ গ্রাম। পাশাপাশি ঘুমধুমের প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় সীমান্ত সড়কের এ অংশে সকল প্রকার যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে কিছুটা পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে, তুমব্রু ইউনিয়েনের কোনার পাড়া, বাজার পাড়া ও মাঝের পাড়ার  দুই শতাধিক মানুষ পানিবন্দি। বৃষ্টি অব্যাহত থাকায় সীমান্তবর্তী এলাকা থেকে প্রবল বেগে ঢলের পানি প্রবেশ করছে। যার কারণে ইউপির ওয়ার্ডের পশ্চিমকূল, ক্যাম্প পাড়া, বাজার পাড়া ও কোনার পাড়া, জলপাইতলী, মধ্যম পাড়া,হেডম্যান পাড়া, আজুখাইয়া, মগঘাট,রেজুর অন্তত  শতাধিক পরিবার নতুন করে পানিবন্দি হয়েছে। যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ইউপির ১ নম্বর ওয়ার্ডের পশ্চিমকূল, ঘোনার পাড়া, হিন্দু পাড়া, বাজার পাড়া, ২ নম্বর ওয়ার্ডের কোনার পাড়া, মধ্যম পাড়ার মানুষ পানিতে বসবাস করছেন। বসত বাড়িতে পানি থাকায় রান্না করতে সমস্যা হচ্ছে। ইউনিয়নের বিভিন্ন সড়কে পাহাড় ধসের সাথে বড় বড় গাছ উপড়ে পড়াতে এবং রাস্তার উপরে ঢলের পানি প্রবাহিত হওয়ার ফলে যানচলাচল বন্ধ রয়েছে।

এদিকে, গত ২৯ জুলাই তুমব্রু খালে ভেসে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির ছাত্র মো. ইমরানকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরির দল ও স্বজনরা দু’দিন ধরে তাকে খুঁজছেন। নিখোঁজের পরিবারের মতে, ইমরান তুমব্রু খালের তীরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল এবং খালের ভাঙনে ভেসে যায়। 

এছাড়া, টানা বর্ষণ অব্যাহত থাকায় বৃদ্ধি পেয়েছে লামার মাতামুহুরী নদী ও আলীকদমের চৈক্ষ্যং খালের পানি। রেফার পাড়া এলাকায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে প্রধান সড়ক। ফলে বন্ধ হয়ে গেছে লামা-আলীকদম ও চকরিয়া সড়কে যান চলাচল। এছাড়াও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম; তলিয়ে গেছে অভ্যন্তরীন সড়ক।

অন্যদিকে দু’দিনের মাঝারী থেকে ভারী বর্ষণের ফলে বান্দরবান-থানছি সড়কের নীলগিরি এলাকায় সড়ক ভেঙ্গে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে যান চলাচল স্বভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: