স্বাভাবিক হলো বান্দরবান-থানছি সড়কে যান চলাচল
বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪
পাহাড় ধসে পড়ে বন্ধ হওয়া বান্দরবান-থানছি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ ৫ ঘণ্টার চেষ্টায় পাহাড় ধসে সড়কের উপর পড়া মাটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি।
জানা গেছে, টানা দুইদিনের বর্ষণে বান্দরবান-থানছি সড়ের জীবন নগর এলাকায় বিশাল একটি পাহাড় ধসে সড়কের উপর পড়ে। এতে ওই সড়কে যাত্রীবাহী বাসসহ মালবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন। ৫ ঘণ্টার চেষ্টায় ধসে পড়া মাটি সরানোর পর স্বাভাবিক হয় ওই সড়কে যান চলাচল।
এদিকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বৃদ্ধি পেয়েছে সাঙ্গু, মাতামুহুরী ও চৈক্ষ্যং খালের পানি। লামা-আলীকদম সড়কের রেফার পাড়া এলাকায় প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় এখনো বন্ধ রয়েছে লামা- আলীকদম ও চকরিয়া সড়কে যান চলাচল। এছাড়াও পাহাড়ি ঢলের পানি নিচু এলাকায় ঢুকে পড়ায় অভ্যন্তরীন সড়কসহ নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে।
অন্যদিকে, টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় বৃহস্পতিবার সকাল থেকে জেলা-উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরে জানিয়েছেন বান্দরবান আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল।
তিনি বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় আরো কয়েকদিন মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।