বান্দরবানে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার আশঙ্কা
বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪
টানা কয়েকদিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত থেকে থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আরও বৃদ্ধি পেয়েছে সাঙ্গু নদীর পানি। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলা সদরের ক্যচিংঘাটা, ইসলামপুর, ব্রিগেড এলাকা, পুল পাড়া, কাশেম পাড়া, রুমা উপজেলার লুংঝিরি, বেথেলঘাট, পলিপাড়া, থানছি উপজেলার দাকছৈ পাড়াসহ, লামা, আলীকদমে নতুন করে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার বাসা-বাড়িতে বন্যার পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন মানুষজন।
এদিকে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে রুমা ও থানছি এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিঘ্ন ঘটছে লামা-আলীকদম যান চলাচলেও। এছাড়া বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় এক এলাকার সাথে আরেক এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তবে পাহাড় ধসে সড়কের উপর পড়া মাটি অপসারণের পর বন্ধ থাকা বান্দরবান-থানছি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকে জেলা-উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে হয়েছে।
আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় (আজ বিকেল ৩টা পর্যন্ত) সর্বমোট ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বান্দরবানে। তিনি জানান, মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় আরো কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।