বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের অপসারণ দাবিতে দপ্তরে তালা
বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ দাবিতে অবস্থান ধর্মঘট করছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ। সোমবার (১২ আগস্ট) সকাল ৯ টায় মেঘলাস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের প্রবেশপথে তারা এ অবস্থান ধর্মঘট পালন করে।
এদিকে সকাল থেকে ধর্মঘট পালনকারীরা জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের রুমগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে। এর ফলে আজ সোমবার সকাল থেকে কর্মরত কোন কর্মকর্তা-কর্মচারীরা অফিস প্রবেশ করতে পারেননি।
ধর্মঘট পালনকারীরা বলছেন, দীর্ঘ সময় ধরে জেলা পরিষদের চেয়ারম্যান দুর্নীতিবাজ ক্য শৈ হ্লা ও সদস্যদের যোগসাজশে বৈষম্যমূলক নিয়োগ, অস্তিত্ববিহীন ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ ও বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত ছিলেন। যার ফলে তিনি বর্তমান পরিস্থিতিতে পলাতক রয়েছেন।
এছাড়াও অবৈধ উপায় অবলম্বন করে যে সমস্ত অপকর্ম ও দুর্নীতি করেছে সেগুলো বৈধ করতে গত তিন দিন ধরে তিনি অফিসে না এসেও আত্মগোপন থাকা অবস্থায় সরকারি ফাইলে স্বাক্ষর করে যাচ্ছেন। তাই ফাইলে স্বাক্ষর করা বন্ধ করে অতিদ্রুত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ও সদস্যদের পরিবর্তন করে নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগের দাবি জানানো হয়।
তারা আরো বলেন, বর্তমান জেলা পরিষদ ভেঙে নতুন পরিষদ গঠন না হওয়া পর্যন্ত তাদের এ অবস্থান ধর্মঘট চলবে।