আলীকদমে পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ ছাত্র-জনতার
বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪
ছাত্র-জনতার অভ্যুত্থানে সারাদেশের মত বান্দরবানের আলীকদমে কর্ম বিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আবারও কর্মস্থলে যোগদান করতে শুরু করেছে। কর্মস্থলে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ছাত্র-জনতা। বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টা থেকে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমানসহ পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হতাহত হয় অনেক পুলিশ সদস্য। এতে আতঙ্কে বেশিরভাগ থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। পাশাপাশি ১১ দফা দাবি দিয়ে কর্মবিরতিতে চলে যায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। ফলে সারা দেশের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে।
এ অবস্থায় গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ৬ আগস্ট থেকে মাঠে নামে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা।
অন্যদিকে পুলিশ সদস্যদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ দেয়ার আহ্বান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘোষণা দেয়া দেয়া হয়, বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগদান না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার থেকে আলীকদম থানায় কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরে আসেন। এ সময় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্র-জনতা। পুলিশ সদস্যরা থানায় ফিরে আসায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনেও।
এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দীন, জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা, আলীকদম উপজেলা বিএনপি'র আহ্বায়ক মাশুক আহমেদসহ বিভিন্ন স্কুল,কলেজে, মাদ্রাসার শিক্ষার্থীরা।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, ‘শনিবার থেকে আমাদের থানার কার্যক্রম চালু হয়েছে। বিভিন্ন সেবা প্রত্যাশিরা থানায় আসছেন, আমরা তাদের সেবা প্রদান করছি। পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে বলে জানান তিনি।’