Cvoice24.com

বান্দরবানে খালে মিলল হাত ও মাথাবিহীন গলিত মরদেহ 

বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪

প্রকাশিত: ১৮:২২, ১৬ আগস্ট ২০২৪
বান্দরবানে খালে মিলল হাত ও মাথাবিহীন গলিত মরদেহ 

বান্দরবান শহরের মিকছি খাল থেকে মাথা ও হাতবিহীন অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপরে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ সংলগ্ন মারমা কেন্দ্রীয় মহাশ্মশানের পাশে মিকছি খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বান্দরবান পৌর শহরে মারমাদের কেন্দ্রীয় মহাশ্মশানের পাশে ঐতিহ্যবাহী মিকছি খালের পানিতে নিমজ্জিত অবস্থায় মরদেহ সদৃশ কিছু একটা দেখতে পান স্থানীয়রা। এ সময় পা ও লুঙ্গি দেখে তারা এটি মানুষের মরদেহ বলে শনাক্ত করে পুলিশকে খবর দেয়। পরে বান্দরবান সদর থানা থেকে একদল পুলিশ এসে লুঙ্গি পড়া মাথা ও হাতবিহীন গলিত মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: