বান্দরবানে ক্য শৈ হ্লাসহ ২৮ জনের নামে মামলা
বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধনে হামলা চালানোর অভিযোগে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ক্য শৈহ্লাসহ ২৮ জনের নামে হামলা ও ভাঙচুরের একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামীম হোসেন নামে এক ব্যক্তি বান্দরবান সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন। এ সময় আরো অন্তত অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের তালিকায় রয়েছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, আ.লীগ নেতা অমল কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, অজিত কান্তি দাশ, রাশেদ চৌধুরী, চৌধুরী প্রকাশ বড়ুয়া, রাজু বড়ুয়া, উমর ফারুক, কাঞ্চনজয় তংঞ্চঙ্গ্যা, মো. মহিউদ্দিনসহ ২৮ নেতাকর্মী।
মামলার বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ‘আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’