Cvoice24.com

পাহাড়ে শান্তি ফেরাতে চাঁদাবাজি সন্ত্রাস বন্ধ করা দরকার : পার্বত্য উপদেষ্টা

বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪

প্রকাশিত: ১৫:৫০, ২৬ আগস্ট ২০২৪
পাহাড়ে শান্তি ফেরাতে চাঁদাবাজি সন্ত্রাস বন্ধ করা দরকার : পার্বত্য উপদেষ্টা

পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা দরকার বলে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সোমবার (২৬ আগস্ট) সকালে বান্দরবান শহরের সার্কিট হাউসে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘পাহাড়ের শিক্ষা ব্যবস্থা সমতলের চেয়ে অনেক পিছিয়ে। যার কারণে এ অঞ্চলের ছেলেমেয়েরা কোথাও কোন প্রতিযোগিতায় গিয়ে টিকতে পারছে না। তাই যোগ্যতাসম্পন্ন শিক্ষা ব্যবস্থা খুবই জরুরি।’ 

তিনি বলেন, পাহাড়ের উন্নয়নে যোগ্যতাসম্পন্ন শিক্ষা, জীবিকার উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। 

পাহাড়ে বন্ধ থাকা পর্যটন স্পটগুলো পুরোপুরি খুলে দেয়া হবে কি না সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পার্বত্য উপদেষ্টা বলেন, ‘বান্দরবান পার্বত্য জেলা সারাদেশে পর্যটন নগরী হিসেবে পরিচিত। তাই পার্বত্য এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে আলাপ-আলোচনা করে পর্যটন শিল্প বিকাশে কাজ করা হবে।’

এছাড়াও কেএনএফ বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া নারী ও যুবকদের জামিনের বিষয়ে আইনগত ব্যাপারগুলো খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এ সময় বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: