Cvoice24.com

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএফ সদস্য আটক

বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪

প্রকাশিত: ১০:০১, ১১ সেপ্টেম্বর ২০২৪
থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএফ সদস্য আটক

বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতিতে জড়িত থাকার সন্দেহে রাম জা থাং পাতেং (৪০) নামে এক  কেএনএফ সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক  লে. কর্নেল তৈমুর হাসান খাঁন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রাম জা থাং পাতেং (৪০) থানছি উপজেলার ৩ নম্বর ওয়ার্ড শাহজাহানপাড়া টিওবি এলাকার সাপখোব এর ছেলে। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে বিজিবির কাছে তথ্য আসে যে, গত ৩ এপ্রিল দুপুরে থানছি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িত কেএনএফের এক তালিকাভুক্ত সদস্য থানচিতে বিজিবির শাহজাহান পাড়া এলাকায় অবস্থান করছে। পরে ব্যাটালিয়ন কমান্ডারের নির্দেশনায় থানছি বিওপির কমান্ডার নায়েব সুবেদার শাহ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি ‘বি টাইপ’ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বসতঘরের খাটের নিচে লুকানো অবস্থায় রাম জা থাং পাতেংকে আটক করা হয়। 

৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি বলেন, ‘আটককৃত কেএনএফ সদস্যকে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ( ১১ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: