পাহাড়-সমতলে বৈষম্য থাকবে না : বান্দরবানে হাসনাত আবদুল্লাহ
বান্দরবান প্রতিবেদক, সিভয়েস২৪
নতুনভাবে স্বাধীন রাষ্ট্র নির্মাণে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে কোনো বৈষম্য রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১১ সেপ্টেম্বর) বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে গণঅভ্যুত্থানের প্রেরণায় আহতদের সাথে সাক্ষাত এবং ছাত্র-জনতার সভায় এ কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি এবং নতুন সরকার পেয়েছি। একটি বৈষম্যহীন উন্নত স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে ছাত্র-জনতাসহ সকলকে নিঃস্বার্থভাবে সহযোগিতার মনোভাব নিয়ে সরকারের পাশে থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘স্বাধীন দেশে নতুন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে দেশটাকে আবারও আগের জায়গায় ফিরিয়ে নিতে নানা ষড়যন্ত্র শুরু করেছে সাবেক ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ। দেশের বাইরে থেকেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই।’
সমন্বয়ক খান তালাত রাফি বলেন, ‘মুগ্ধ, আবু সাঈদ, হৃদয়সহ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের রক্তের দাগ আমাদের তরুণ প্রজন্ম ও নাগরিকদের গায়ে লেগে আছে। জীবনের বিনিময়ে পাওয়া দেশকে নতুন করে গঠন করতে হবে।’
যতদিন রাষ্ট্র সংস্কার না হবে ততদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে বলে মন্তব্য করেন তিনি।